শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, এক নারীর মরদেহ উদ্ধার , নিখোঁজ ৫।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবি, এক নারীর মরদেহ উদ্ধার , নিখোঁজ ৫।

 

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ভ্রমণের ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার ( ২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় শিশুসহ কমপক্ষে আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে দাবী স্বজনদের ।

 নিখোঁজরা সকলেই মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের  বাসিন্দা।  জানা যায়, ট্রলারে ১১ জন যাত্রী ছিলো। এরমধ্যে ৫ জনকে ঘটনার দিন গতকাল শুক্রবার জীবিত করা উদ্ধার হয়েছে। নিখোঁজদের উদ্ধারে বিআইডাব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ-পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে।

গত শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে মুন্সীগঞ্জের সিমানাবর্তী নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জ খেয়া ঘাটের এই  দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, “একটি ট্রলারে করে তারা নদীতে বেড়াতে এসেছিলো। সন্ধ্যার পর একটি বাল্কহেডের সাথে মুখোমুখি সংঘর্ষে ট্রলারটি ডুবে যায়। সাথেসাথে ঘাট থেকে দুইটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে।”

নারায়ণগঞ্জের কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান, ট্রলার টুবির ঘটনায় সুমনা আক্তার নামের এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। “এ ঘটনায় এখনও নিখোঁজ  মারোয়া (৮) সাব্বির হোসেন (৪০), রিমাদ হোসেন (২)ও উদ্ধার হওয়া সুমনা আক্তারের দুই মেয়ে মাওয়া (৬) ও সাফা (৪) সহ ৫ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারের অভিযান চলছে বলেও জানান তিনি।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, “ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল  ঘটনাস্থলে নিখোঁজদের উদ্ধার অভিযান পরিচালনা করছে। এছাড়াও জেলা প্রশাসন ও নৌ-পুলিশ নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102