চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশি প্রভুদের খুশি করতে আওয়ামী লীগ সরকার এক পাও নড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে। রোডমার্চ, লং মার্চের নামে কোনো অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করা হবে।
বুধবার (৪ অক্টোবর) বিকেলে নগরীর এক কমিউনিটি সেন্টারে ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ জ ম নাছির বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থাসহ টিসিবির মাধ্যমে ও ওপেন মার্কেট পদ্ধতি চালু করে ব্যবসায়ী সিন্ডিকেটকে প্রতিরোধের নিরলস চেষ্টা করে যাচ্ছে।
তিনি দলীয় নেতা কর্মীদেরকে জনগণের নিকট সরকারের উন্নয়নমূলক কার্যক্রম সঠিক ভাবে তুলে ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় আহবান জানান। মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের কেউ যেন আগামী দিনের কমিটিতে আসতে না পারে সেজন্য নেতাদের নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১১ এর সাংসদ এম এ লতিফ বলেন, ইসলামের নামে অশান্তি সৃষ্টি করে উস্কানি দিয়ে দাঙ্গা-হাঙ্গামা করলে বা ভন্ডামীর রাজনীতি করলে তাদের ধর্মীয় লেবাস খুলে ফেলতে হবে।