শেরপুরের নকলায় ৪ কেজি গাঁজাসহ ইমাম আটক।
শেরপুরের নকলায় ৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে মসজিদের এক ইমামকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।
সোহেল নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামের আব্দুর রহমানের ছেলে।
নকলা থানার এসআই বিপ্লব মোহন্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নকলা উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করে পুলিশ। পরে তার কাছে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে ২টি প্যাকেটে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওই ঘটনায় সোহেলের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে একই দিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে