জয়পুরহাটে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অভিযোগে অভিযান চালিয়ে চার বেকারীকে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার বেকারীর মালিককে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, শহরের বিভিন্ন এলাকায় বেকারী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর ভেজাল কাঁচামাল, রুটি, বিস্কিট ,কেক, উৎপাদন ও বিপণন হচ্ছে এমন গোপন সংবাদ পৌঁছে র্যাবের কাছে। এমন সংবাদে পেয়ে র্যাবসহ ভ্রাম্যমাণ আদালত সোহাগ বেকারীর মালিক মোহনকে ৫ হাজার টাকা, জনতা বেকারির মালিক আহম্মেদ আলি ভুলুকে ২০০০টাকা, রাতুল বেকারিকে ৩০ হাজার টাকা, ও ৪ মা ফুড বেকারীর মালিক নুরুন্নবী সিদ্দীকিকে ২০ হাজার টাকাসহ মোট ৫৭ হাজার টাকা জরিমানা প্রদান করা করা হয়। পরে ভেজাল মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদান ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওয়াহিদ।