নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারীতে ১০ই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রথম বারের মতো পাইলটিয়ান ক্রিকেট লীগ’র উদ্বোধন হতে যাচ্ছে।
থানাহাট এ ইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রবৃন্দের আয়োজনে চিলমারী সরকারি কলেজ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে চিলমারী একাদশ বনাম প্রানবন্ত-৮।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করবেন ক্লেমন,মেসার্স মুকুল স্টোর, পরিবেশ আকিজ ফুড এন্ড বেভারেজ, থানাহাট বাজার, চিলমারী।
টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রেডিও চিলমারী,সাপ্তাহিক যুগের খবর এবং অনলাইন নিউজ পোর্টাল উত্তরের আলো ২৪.কম।