বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

রিয়ালকে হারিয়ে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের খেলাও তখন শেষের দিকে। কয়েক মিনিট পরই হবে টাইব্রেকার, এমন মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন জুলস কুন্দে, যার মূল কাজ রক্ষণ সামলানো। ব্রাহিম দিয়াজের উদ্দেশ্যে বাড়ানো লুকা মদ্রিচের পাস কেড়ে দূর থেকে নিচু শটে জাল খুঁজে নিলেন তিনি। এই গোলের সুবাদে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রের শিরোপা ঘরে তুলল বার্সেলোনা।
বাংলাদেশ সময় রোববার ভোরে সেভিয়ার এস্তাদিও দে লা কার্তুইয়ায় পাঁচ গোলের রোমাঞ্চকর ফাইনালে ৩-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন পেদ্রি। লামিন ইয়ামালের অ্যাসিস্টে ২০ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান পেদ্রি। ৩৫ মিনিয়ে বেলিংহামের গোলে ম্যাচে সমতা ফেরালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ৪৫ মিনিটে পেনাল্টি পায় মাদ্রিদ, সেটাও বাতিল হয়েছে অফসাইডের কারণে। ১-০ গোলে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় বার্সা।
দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। প্রথমার্ধে ধুঁকতে থাকা মাদ্রিদ চড়াও হয় বার্সা রক্ষণভাগের ওপর। ৭০ মিনিটে ম্যাচে সমতা ফেরান বদলি হিসেবে নামা কিলিয়ান এমবাপে। ফ্রি কিক থেকে গোল করে রিয়ালকে স্বস্তি এনে দেন তিনি।
৭৭ মিনিটে বার্সাকে স্তব্ধ করে ম্যাচে লিড নেয় রিয়াল। গুলারের বাড়ানো বলে গোল করেন চুয়ামেনি। রিয়াল তখন শিরোপা জয়ের পথে। তবে ম্যাচের নাটক তখনো বাকি। ৮৪ মিনিটে ইয়ামালের দারুণ এক অ্যাসিস্টে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ফেরান তোরেস।
যোগ করা সময়ের শেষ মিনিটে পেনাল্টি পেয়েছিল বার্সা। তবে ভিএআরের সাহায্য নিয়ে রাফিনহার সেই পেনাল্টি বাতিল করেন রেফারি, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ের প্রথম ভাগে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধেও আসছিল না গোল, ম্যাচ এগিয়ে যাচ্ছিল টাইব্রেকারের দিকে। ঠিক সেই মুহূর্তে কুন্দে ম্যাজিক। ১১৬ মিনিটের মাথায় চোখ ধাঁধানো এক শটে গোল করে বার্সায় শিরোপা নিশ্চিত করেন কুন্দে। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয়ে কোপা ডেল রের ট্রফি জিতল বার্সা। এটি বার্সার রেকর্ড ৩২তম কোপা দেল রে শিরোপা। এই জয়ে মৌসুমে ট্রেবল জয়ের পথে একধাপ এগিয়ে গেল কাতালানরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102