বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠারও আগে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা : শিশির মনির রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক আইপিএলে ফিরছেন মুস্তাফিজ, দিল্লির হয়ে খেলবেন ৬ কোটিতে রাঙামাটিতে বজ্রপাতে এক গৃহবধুর মৃত্যু ডেসটিনি বিনিয়োগকারীরা কিভাবে টাকা ফেরত পাবেন,রফিকুল আমীন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি মৌসুমে অর্ধেকে নামিয়ে আনতে প্রধান উপদেষ্টার নির্দেশনা নারায়ণগঞ্জে অটোরিক্সা চালক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড ইসরায়েলের ওপর দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

কাশ্মীর ইস্যুতে হবে না ভারত-পাকিস্তান ম্যাচ!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মুকাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনার রেশ পড়েছে ক্রিকেট মাঠেও। সবুজ গালিচায় যেকোনো টুর্নামেন্ট আর নাও দেখা যেতে পারে ভারতপাকিস্তানের লড়াই।

কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটক হত্যকাণ্ডের ঘটনায় ভারতপাকিস্তান সম্পর্ক সবচেয়ে তলানীতে এসে দাঁড়িয়েছে। কেউ কেউ একে যুদ্ধাবস্থা বলেও অভিহিত করছেন। বাণিজ্যসড়কবিমান যোগাযোগ বন্ধনদীর পানিচুক্তি বাতিল হওয়ার পর এবার ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে।

ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে কখনোই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টপিএসএলভারতে সম্প্রচার করার অ্যাপসফানকোডের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডসাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না তারা। গুঞ্জন রয়েছেপাকিস্তানের বিপক্ষে ভারত আইসিসি ও এসিসির ইভেন্টেও খেলতে চায় না। বিষয়টি পরিষ্কার করে বিসিসিআই চিঠি দিয়েছে আইসিসি ও এশিয়া ক্রিকেট কাউন্সিলকে।

চলতি বছরে আইসিসি ও এসিসির দুটি ইভেন্ট আছেসেপ্টেম্বরে টিটোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ ও সেপ্টেম্বরঅক্টোবরের নারী ওয়ানডে বিশ্বকাপ। দুটি টুর্নামেন্টেরই আয়োজক বিসিসিআই। এর মধ্যে ছেলেদের এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে হবে। নারী বিশ্বকাপে ভারতপাকিস্তানের ম্যাচটিনিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত আগেই চূড়ান্ত করা আছে।

দ্বিপাক্ষিক সিরিজের মতো বড় ইভেন্টেও ভারতপাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি ও এসিসি। কারণ চার বছরের জন্য এসিসি এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে ১৭০ মিলিয়ন ডলার বা দুই হাজার কোটি টাকায়।

ভারতীয় মিডিয়া জানিয়েছেএ বিষয়টা নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে। যাতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে রাখা না হয়সেই বিষয়ে আবেদন করা হবে।

এর আগে২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ রেখেছিলো ভারত। যদিও ২০১১ বিশ্বকাপের পর এই সম্পর্কের কিছুটা উন্নতি ঘটে। ২০১৩ সালে ভারত সফর করেছিলো পাকিস্তান। তবে ওই একবারই। এরপর শীতল রাজনৈতিক সম্পর্কের বরফ যত কঠিন হয়েছেতত ভারতপাকিস্তানের ক্রিকেট খেলা বন্ধ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102