মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

নোয়াখালীতে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২৯ শতাংশ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নোয়াখালীতে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ২৯ শতাংশ।

 

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে গত কয়েক দিনে করোনা আক্রান্তের হার ঊর্ধ্বগতি। গত ২৪ ঘন্টায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৪শতাংশ। এদিন ৬৩২জনের নমুনা পরীক্ষা করে ১৮৮জনের শরীরে করোনা শনাক্ত হয়। ।

রোববার (৮ আগস্ট) সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার রাতের দিকে জেলা সিভিল সার্জনের কার্যালয় এই সব তথ্য তাদের ফেইসবুক অ্যাকাউন্টেও প্রকাশ করে।

তিনি আরও জানান, এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সতের হাজার ৩৩২জন। মোট আক্রান্তের হার ১৪ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৩ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ৩৬জন, সুবর্ণচরে ৬জন, হাতিয়া ৩জন, বেগমগঞ্জ ৬৩জন, সোনাইমুড়ীতে ১৬জন, চাটখিল ২৫জন, সেনবাগে ২৭জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২৩জন। মৃত্যুর হার ১দশমিক ১৭শতাংশ।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৬জন, সুবর্ণচরে ২জন, হাতিয়া ১জন, বেগমগঞ্জ ২৫জন,সোনাইমুড়ীতে ৫৮জন,চাটখিল ১৯জন, সেনবাগ ৩২জন, কোম্পানীগঞ্জ ২জন, কবিরহাটে ৩জন রয়েছেন। আরও জানা যায়, এছাড়া সুস্থ হয়েছেন এগার হাজার ৫৭৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ৮১শতাংশ।

এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৪৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৯৩ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102