সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বাগেরহাটে ১২০ টাকায় ২০ জনের পুলিশে চাকরি

মোঃ তরিকুল মোল্লা, (ফকিরহাট,বাগেরহাট সদর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বাগেরহাটে শুধুমাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়ে জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ২০ জন চাকরি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে বাগেরহাট পুলিশ লাইন্স মাঠে আয়োজন করা হয় ফলাফল ঘোষণা ও সংবর্ধনা অনুষ্ঠান। এ সময় পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ চাকরি পাওয়া ২০ জনের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

বাগেরহাট জেলা পুলিশ প্রশাসন বলছে, পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপেই ছিল নিরপেক্ষতা।

জেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র পরিবারের সন্তানরা নিজেদের মেধা, শারীরিক সক্ষমতা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও আইজিপি মহোদয়ের নির্দেশ অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে চেষ্টা করেছি। পুলিশ সদস্য নিয়োগে মাঠ পরীক্ষায় অংশ নেয় ৯৯২ জন। এরমধ্যে ১৮জন পুরুষ ও ২ জন নারী উত্তীর্ণ হন। অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে আরো ৪ জনকে।

পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের চুড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, নিয়োগ বোর্ডের সদস্য, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102