চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পথসভায় আতশবাজি বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বোয়ালখালীর কধুরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে এরশাদ উল্লাহর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আরিফ মুন্না বলেন, বিকেল ৫টার দিকে বোয়ালখালী কধুরখীল এলাকায় একটি পথসভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ঘটনায় কেউ হতাহত হয়নি।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, এমপি প্রার্থীর পথসভার ৫০-৬০ গজ দূরে একটি বাগানের ভেতর আতশবাজির বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর আগে, ৫ নভেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রামের চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি গণসংযোগে দুর্বৃত্তদের গুলিতে তিনিসহ তিনজন আহত হন। এই হামলায় গুরুতর আহত সরোয়ার হোসেন বাবলা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ জানায়, হামলার মূল লক্ষ্য ছিলেন সরোয়ার বাবলা।