সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

নরসিংদীতে সন্ত্রাসী হামলা, ১২ সাংবাদিক আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০-১২ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে অন্তত ছয় জন গুরুতর আহত। এ ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় এ হামলায় সাংবাদিক শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির, সাখাওয়াত কাউসার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) স্টাফ লালসহ আরও কয়েকজন সাংবাদিক আহত হন।

জানা গেছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ফ্যামিলি ডে শেষে সোমবার সন্ধ্যায় বাসযোগে ঢাকায় ফেরার পথে নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে স্থানীয় একদল সন্ত্রাসী রাস্তার পাশে বাস পার্কিংয়ের অজুহাতে টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি মাধবদী থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102