দেশের ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রতিষ্ঠানগুলো হলো: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস সচিব শফিকুল আলম।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চতুর্থ গভর্নিং বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
চৌধুরী আশিক বিন হারুন বলেন, দেশের বিভিন্ন বিনিয়োগ প্রচারণা সংস্থা একীভূত করার প্রস্তাব আগেই গভর্নিং বোর্ডে পেশ করা হয়েছিল। এরপর একটি উপদেষ্টা কমিটি বিষয়টি পর্যালোচনা করে এবং নীতিগতভাবে একীভূতকরণ অনুমোদন দেয়। এই কমিটিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেলসহ বিভিন্ন উপদেষ্টা অংশ নেন।
তিনি আরও জানান, একীভূতকরণ প্রক্রিয়ায় একটি স্বাধীন থার্ড পার্টি কনসালট্যান্টকে নিযুক্ত করা হবে, যারা নতুন সংস্থার কাঠামো ডিজাইন করবেন। এতে কোনো প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা বা আলাদা ধরনের ট্রিটমেন্ট পাবে না।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এই ছয়টি প্রতিষ্ঠান একক এজেন্সিতে পরিণত হবে, যা দেশের বিনিয়োগ ও ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ ও কার্যকর করবে।