নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিএনজি দাপট।
লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
করোনা বিস্তার রোধ দেশব্যাপী চলছে ১৪দিনের কঠোর বিধিনিষেধ তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে জরুরি পরিবহন ছাড়াও যাএী নিয়ে অবাধে চলছে সিএনজি চালিত অটোরিকশা রবিবার (২৫জুলাই)বিকেল ৫টার চৌদ্দগ্রাম উপজেলার কয়েকটি স্থানে গিয়ে এমন চিএ দেখা গেছে। বিধিনিষেধের প্রথম দিনের তুলনায় আজও পযর্ন্ত সড়কে যাএী ও সিএনজিয় সংখ্যা বেড়েছে কয়েকগুন।সকাল থেকেই চৌদ্দগ্রাম বাজার থেকে ফেনী কুমিল্লা রুটে অবাধে অটোরিকশায় ভাড়া যাত্রী নিচ্ছেন চালকরা এক্ষেতে চার পাচঁ গুনের ও বেশি ভাড়া আদায় করা হচ্ছে।যাএীদের থেকে এনিয়ে যাত্রীদের সঙ্গে বাগবিতগুনও করতে ও দেখা গেছে চালকদের চৌদ্দগ্রাম বাজার থেকে কুমিল্লার পুদুয়ার বাজার বিশ্ব রোড থেকে পযর্ন্ত প্রত্যেক যাত্রীকে দিতে হচ্ছে ৩০০ বা ৫০০টাকা আর ফেনী শহর বা মহিপাল পযর্ন্ত ও একই ভাড়া
আদায় করা হচ্ছে। এছাড়া বেশি ভাড়ায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানে যাত্রী তুলতে দেখা গেছে। এনিয়ে ও ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক যাত্রীর মো মনির ও রুবিনা ও রাব্বী ও জয়নাল সহ আরো অনেক নামের যাত্রী বলেন প্রায় এক ও দুই ঘন্টা দাঁড়িয়ে আছি ফেনীতে যাবেন সিএনজিতে ভাড়া চাচ্ছে