স্বনির্ভর টেলিযোগাযোগ ও প্রযুক্তি সেবার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতে অতিমাত্রায় ভারত নির্ভরতা জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন মানবাধিকার ও সমাজকর্মী সাধনা মহল, সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহফুজ, নকিব খান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দেশের মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি, আন্তর্জাতিক ব্যান্ডউইথ, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক মেইনটেন্যান্স, ভেন্ডর সাপোর্ট, কল সেন্টার, আইটি আউটসোর্সিং ও বিভিন্ন কোর নেটওয়ার্ক সার্ভিসে দীর্ঘদিন ধরে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আধিপত্য তৈরি হয়েছে। এতে করে দেশীয় দক্ষ জনশক্তি বঞ্চিত হচ্ছে, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশ থেকে বেরিয়ে যাচ্ছে এবং জরুরি সময়ে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে।
বক্তারা আরও বলেন, মোবাইল অপারেটর ও টাওয়ার কোম্পানির গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক কর্মরত। আন্তর্জাতিক ব্যান্ডউইথ ও ডেটা রুটিংয়ে ভারতীয় নির্ভরতা থাকায় দেশের তথ্য নিরাপত্তা প্রশ্নবিদ্ধ। সফটওয়্যার, বিলিং সিস্টেম, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (নক) ও ভেন্ডর সাপোর্টে দেশীয় বিকল্প থাকা সত্ত্বেও সেগুলোকে উপেক্ষা করা হচ্ছে। এই নির্ভরতার ফলে দেশীয় আইটি উদ্যোক্তা ও প্রকৌশলীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের টেলিযোগাযোগ ও আইসিটি খাতে স্বনির্ভরতা নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।