হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থী নাসরি আসফুরাকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল। নির্বাচনি সংস্থা সিএনইর প্রকাশিত ফলাফলে দেখা যায়, কনজারভেটিভ ন্যাশনাল পার্টির আসফুরা ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী সালভাদর নাসরাল্লা পেয়েছেন ৩৯ দশমিক ৫ শতাংশ ভোট। তিনি দেশটির মধ্য ডানপন্থি দল লিবারেল পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন।
ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আসফুরা জানান, ‘হন্ডুরাস, আমি তোমাকে হারতে দেব না,আমি দেশ শাসনের জন্য প্রস্তুত।’ অপরদিকে, পরাজিত প্রার্থী হাসান নাসরাল্লা হার মেনে নিতে অস্বীকার করলেও তার সমর্থকদের শান্ত থাকতে অনুরোধ করেছেন।এদিকে, হন্ডুরাসের নবনির্বাচিত প্রেসিডেন্ট নাসরি আসফুরাকে নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সর্বোচ্চ নির্বাচনি কর্তৃপক্ষ ফলাফল নিশ্চিত করার পর ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তরের আহ্বানও জানিয়েছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার এক বিবৃতিতে এই অভিনন্দনের কথা জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা এগিয়ে নেওয়া, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বন্ধ করা এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে তার প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন।’
রুবিও আরও লিখেন, ‘যুক্তরাষ্ট্র সব পক্ষকে নিশ্চিত ফলাফলকে সম্মান জানানোর আহ্বান জানায়। এর ফলে হন্ডুরাস কর্তৃপক্ষ নবনির্বাচিত প্রেসিডেন্ট নাসরি আসফুরার কাছে দ্রুত ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে পারবে।’গত মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের আগে থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে আসফুরাকে সমর্থন জানিয়েছিলেন। নির্বাচনে জিতলে মধ্য আমেরিকার এই দেশটিকে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।