শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৭৫ শতাংশ শেয়ার বিক্রি করে দিয়েছে দেশটির সরকার। এর মধ্য দিয়ে পাকিস্তানে বিমান পরিবহনের ইতিহাসে নতুন যুগের সূচনা হলো। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এক প্রতিযোগিতাপূর্ণ নিলামে ১৩৫ বিলিয়ন রুপির (৪৮ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে এয়ারলাইনসের মালিকানা পেয়েছে আরিফ হাবিব ইনভেস্টমেন্ট নামে একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান, যা পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে।

পিআইএ বিক্রির নিলামে পাকিস্তান সরকারের রেফারেন্স মূল্য ছিল ১০০ বিলিয়ন রুপি। তিনটি পাকিস্তানি প্রতিষ্ঠান অংশ নেয়। নিলাম অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে।

নিলাম শুরুর সময় টেলিভিশনে প্রচারিত এক বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় লেনদেন হতে যাচ্ছে এটি। তাই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখা অত্যন্ত জরুরি।দুই দফায় দরপত্র জমা দেওয়ার পর আরিফ হাবিব ইনভেস্টমেন্ট গ্রুপ শীর্ষ দরদাতা হিসেবে নির্বাচিত হয়। প্রতিষ্ঠানটি পিআইএর বিক্রির জন্য প্রস্তাবিত ৭৫ শতাংশ শেয়ারের জন্য ১৩৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক মাসের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ শেয়ার কেনারও সুযোগ থাকবে তাদের।

নিলামে আরিফ হাবিব গ্রুপের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল লাকি সিমেন্টের নেতৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যারা ১৩৪ বিলিয়ন রুপি দর প্রস্তাব করে। অন্যদিকে বেসরকারি বিমান সংস্থা এয়ার ব্লু দর দেয় ২৬.৫ বিলিয়ন রুপি। এর আগে গত বছর পিআইএ বেসরকারীকরণের উদ্যোগ ব্যর্থ হয়।

১৯৫৫ সালে প্রতিষ্ঠিত পিআইএ বছরের পর বছর জাতীয় গর্ব এবং দ্রুত প্রবৃদ্ধির প্রতীক ছিল। ১৯৬০-এর দশকে ফরাসি ডিজাইনার পিয়েরে কার্ডিনের তৈরি ফ্লাইট অ্যাটেনডেন্ট ইউনিফর্ম এবং একটি অসাধারণ আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণে এটির খ্যাতি আরও বাড়ে।কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি গুরুতর নিরাপত্তা ত্রুটির কারণে এর খ্যাতি ক্ষতিগ্রস্ত হয়। ২০২০ সালের জুন মাসে করাচির একটি রাস্তায় এয়ারলাইনসটির একটি এয়ারবাস এ-৩২০ জেট বিধ্বস্ত হওয়ার এক মাস পর ইউরোপ ও ব্রিটেনে এর ফ্লাইট নিষিদ্ধ হয়।

চলতি বছর ইউরোপ ও ব্রিটেনে পিআইএর ফ্লাইট ফের চালু করার অনুমতি দেওয়া হয়। কিন্তু যুক্তরাষ্ট্রে এখনও কার্যক্রম শুরু হয়নি। কর্মকর্তাদের মতে, এর প্রায় ৩৪টি বিমানের মধ্যে মাত্র বর্তমানে ১৮টি সক্রিয় রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102