রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়িতে বোমা বিস্ফোরণে দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ জেনারেল নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি বলছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালে গাড়িতে প্রতিস্থাপিত বোমায় দেশটির সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন।
তদন্ত কমিটির দাবি, এ ঘটনায় ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে। হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি কিয়েভ।২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ আগ্রাসন শুরুর পর থেকে মস্কোতে একাধিক উচ্চপদস্থ রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। চলতি বছরের এপ্রিলে মস্কোতে বোমা হামলায় রাশিয়ার জেনারেল ইয়ারোস্লাভ মুসকালিক নিহত হয়েছেন।এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারে পুঁতে রাখা বোমায় দেশটির জেনারেল ইগোর কিরিলভ নিহত হন। এ হত্যাকাণ্ডের পর ইউক্রেনের এক কর্মকর্তা বিবিসিকে জানান, ইউক্রেনের নিরাপত্তা বাহিনী তাকে হত্যা করে। যদিও নীতিগত কারণে ইউক্রেন দাপ্তরিকভাবে কখনো এসব হামলার দায় স্বীকার করে না।