শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ইরানে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

শান্তিতে নোবেল পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ আইনজীবী এ মাসের শুরুতে মারা গিয়েছিলেন।

ইরানি নারী নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে নোবেল পুরস্কার পান। ওই সময় কারাগারেই বন্দি ছিলেন তিনি। তবে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

শুক্রবার তাকেসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা খসরু আলীকোর্দি নামে এক আইনজীবীর স্মরণসভায় উপস্থিত হয়েছিলেন। গত সপ্তাহে নিজ অফিস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্যারিস থেকে নার্গিস মোহাম্মাদির স্বামী থাগি রহমানি জানিয়েছেন, পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে নার্গিসসহ অন্যদের গ্রেপ্তার করা হয়।

কেন শান্তিতে নোবেল পেয়েছিলেন নার্গিস?

ইরানের নারীদের ওপর হওয়া দমন-পীড়নের বিরুদ্ধে অদম্য লড়াই এবং দেশে সবার জন্য মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি।।

বাক্‌স্বাধীনতার অধিকার ও মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে মোহাম্মদি বছরের পর বছর ধরে সোচ্চার ছিলেন। তার এই বলিষ্ঠ ভূমিকার জন্য ইরানের শাসকগোষ্ঠী তাকে বারবার গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি ৩১ বছরের দীর্ঘ কারাদণ্ড ভোগ করছেন।

নোবেল কমিটির মতে, তার এই পুরস্কার ইরানের জনগণের, বিশেষ করে নারীদের, মুক্তির আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102