শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ট্রফি ফেরত দেওয়ার ঘোষণা সবশেষ চ্যাম্পিয়ন নেমোর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

২০২৪ সালের ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় বিজয়ী নেমো তার ট্রফি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় ইসরায়েল অংশগ্রহণ করায় এ সিদ্ধান্ত নেন তিনি। ২৬ বছর বয়সি সুইস সংগীতশিল্পী নেমো জানান, ইউরোভিশন সংগীত প্রতিযোগিতার আদর্শ- ‘একতা, অন্তর্ভুক্তি ও মাহাত্ম্যের’ সাথে ইসরায়েলের এ প্রতিযোগিতার লক্ষ্যের সাথে স্পষ্ট বিরোধ রয়েছে।

ইউরোভিশনের পরিচালক মার্টিন গ্রিন জানান, নেমোর এ সিদ্ধান্তে তিনি শোকাহত। এ সময় তিনি নেমোর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানান। গাজায় গণহত্যার জেরে ইউরোভিশনে ইসরায়েলের অংশগ্রহণ উদ্বেগ বাড়িয়েছে। ইতোমধ্যে ইউরোপের পাঁচটি দেশ আইসল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ড এ প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে। বিপরীতে, ইউরোপে ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক জার্মানি বলেছিল যে ইসরায়েলকে নিষিদ্ধ করা হলে তারা এই অনুষ্ঠান বয়কট করবে।

ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে নিষিদ্ধ করলেও গাজা গণহত্যা চালানো ইসরায়েলকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তীব্র বিতর্কের মুখে পড়েছে ইউরোভিশন ২০২৬। প্রথমে নভেম্বরে ভোটের মাধ্যমে এই সমস্যাটি সমাধান হওয়ার কথা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার, ইবিইউ জানিয়েছে যে ইসরায়েলের অংশগ্রহণের বিষয়ে কোনো ভোট হবে না।তারা নিশ্চিত করেছে যে ইসরায়েল ২০২৬ সালের মে মাসে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোভিশন ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণ অব্যাহত রাখবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102