শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় অংশ নেবে না ইউরোপের ৪ দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

ইউরোভিশন সংগীত প্রতিযোগিতায় দখলদার ইসরায়েল অংশগ্রহণের অনুমতি পাওয়া অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে স্পেনসহ ইউরোপের চার দেশ। বাকি তিন দেশ হলো আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডস।

গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তেল আবিবকে প্রতিযোগিতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছিল কয়েকটি দেশ। তবে প্রতিযোগিতার আয়োজক ইউরোপীয় সম্প্রচার ইউনিয়ন (ইবিইউ) জানিয়েছে, ইসরায়েলকে বাদ দেয়া হবে কিনা তা নিয়ে কোনো ভোট হবে না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়ে এক বিবৃতিতে ইবিইউ জানিয়েছে, এর সদস্যরা ‘প্রতিযোগিতার আস্থা জোরদার এবং (নিরপেক্ষতা) রক্ষা করার জন্য সংস্কারের প্রতি স্পষ্ট সমর্থন’ দেখিয়েছে।ইসরায়েলের অংশগ্রহণের প্রতিক্রিয়ায় ডাচ সম্প্রচারক আভরোট্রস বলেছে, বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের সংস্থার মৌলিক জনসাধারণের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।’

আয়ারল্যান্ডও ইউরোভিশন ২০২৬ এ অংশ নেবে না। কারণ হিসেবে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটিই গাজায় প্রাণহানির ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং মানবিক সংকটের কথা উল্লেখ করেছে।

স্লোভেনিয়া জানিয়েছে, গাজায় নিহত ২০ হাজার শিশুর জন্যই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে, স্পেনের জাতীয় সম্প্রচার সংস্থা আরটিভিই জানিয়েছে, ‘গত সেপ্টেম্বর আরটিভিই-এর বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল, ইসরায়েল প্রতিযোগিতায় থাকলে স্পেন ইউরোভিশন থেকে সরে দাঁড়াবে।

সে সিদ্ধান্ত অনুযায়ী দেশটি ইউরোভিশন বয়কট করছে জানিয়ে আরটিভিই যোগ করে, ‘প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়ার ফলে ২০২৬ সালের ইউরোভিশন ফাইনাল বা প্রাথমিক সেমিফাইনালও আরটিভিই সম্প্রচার করবে না।

এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। একদিকে খাদ্যাভাব, অন্যদিকে দখলদারদের আগ্রাসন সংকটাপন্ন গাজাবাসী। স্থানীয় সময় বৃহস্পতিবারও ইয়োলো লাইনে প্রবেশের অভিযোগ তুলে গুলি চালায় দখলদার বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন।রয়টার্স জানিয়েছে, নিয়ন্ত্রণাধীন দক্ষিণ গাজার রাফাহ শহরে মাটির নিচে সুড়ঙ্গে থাকা প্রায় ৪০ জন হামাস সদস্যকে হত্যা করেছে ইসরাইল। তেল আবিব ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, বহু হামাস সদস্য কয়েক মাস ধরে সুড়ঙ্গ আটকা ছিল। যাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করতে গিয়ে নিহত হয়েছে এবং কিছু সদস্য আত্মসমর্পণ করেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102