শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, থাকছে যেসব সুবিধা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন দুটি ফিচার চালু করতে যাচ্ছে। ব্যবহারকারীরা তাদের চ্যাট অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিয়ন্ত্রিত করতে পারবেন।

১. ‘অ্যাবাউট’ স্ট্যাটাস

হোয়াটসঅ্যাপের নতুন স্বল্পমেয়াদি স্ট্যাটাস ফিচার ‘অ্যাবাউট’ ইনস্টাগ্রামের নোটসের মতো কাজ করবে। ব্যবহারকারীরা ছোট টেক্সট বা বার্তার মাধ্যমে আপডেট শেয়ার করতে পারবেন, যা তাদের কনট্যাক্ট লিস্টের অন্যান্য ব্যবহারকারীদের কাছে দেখা যাবে।

প্রথমে ‘অ্যাবাউট’ ফিচারটি ছিল, কিন্তু এখন এটি আধুনিক ও নিরাপদ সংস্করণে ফিরছে। স্ট্যাটাসগুলো চ্যাট উইন্ডো এবং প্রোফাইল উভয় জায়গায় দেখা যাবে। ব্যবহারকারীরা সরাসরি চ্যাট থেকে স্ট্যাটাসে ট্যাপ করে রিপ্লাই দিতে পারবেন।

স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘণ্টা পরে অদৃশ্য হয়ে যাবে, বা ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট সময়ের জন্য টাইমার সেট করতে পারবেন। গোপনীয়তা নিয়ন্ত্রণের জন্য আলাদা সেটিংস থাকবে। প্রাথমিকভাবে শুধুমাত্র টেক্সট আপডেট দেওয়া যাবে, ভবিষ্যতে মাল্টিমিডিয়া ফিচার যুক্ত করার সম্ভাবনা রয়েছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ধাপে ধাপে সব মোবাইল ব্যবহারকারীর কাছে ফিচারটি পৌঁছানো শুরু হবে। এর আগে প্রোফাইল ছবির ওপরে কভার ফটো যোগ করার ফিচারের পরীক্ষামূলক ধাপ চালু হয়েছে।

২. গ্রুপ-সদস্য ট্যাগ

বেশি ব্যস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে সদস্যদের মনে রাখা সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপ নতুন গ্রুপ-সদস্য ট্যাগ বৈশিষ্ট্য পরীক্ষা করছে। ব্যবহারকারীরা তাদের নামের পাশে ৩০ অক্ষর পর্যন্ত কাস্টম লেবেল বা ট্যাগ যুক্ত করতে পারবেন, যেমন- ‘কোচ’, ‘প্রজেক্ট ম্যানেজার’, ‘মডারেটর’।

ট্যাগগুলো সম্পূর্ণ ঐচ্ছিক এবং গ্রুপ অ্যাডমিন নিয়ন্ত্রণ করবে না। ব্যবহারকারীরা যেকোন সময় ট্যাগ তৈরি, সম্পাদনা বা মুছে ফেলতে পারবেন। বিশেষ প্রতীক, লিঙ্ক বা চেকমার্ক ট্যাগে ব্যবহার করা যাবে না। প্রতিটি ট্যাগ শুধু সেই নির্দিষ্ট গ্রুপের জন্য প্রযোজ্য। ডিভাইস পরিবর্তন বা হোয়াটসঅ্যাপ পুনরায় ইনস্টল করলেও ট্যাগগুলো অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে।

কিভাবে ট্যাগ যুক্ত করবেন

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ খুলুন এবং ট্যাগ যুক্ত করতে চাওয়া গ্রুপ চ্যাটে যান। গ্রুপ ইনফো স্ক্রিনে সদস্যদের তালিকায় নিজের নাম ট্যাপ করুন। ট্যাগ যোগ বা সম্পাদনার বিকল্পটি ব্যবহার করুন। পছন্দমতো লেবেল টাইপ করে সংরক্ষণ করুন।বর্তমানে এই বৈশিষ্ট্যটি শুধুমাত্র বিটা ব্যবহারকারীদের জন্য উপলব্ধ, তবে পরীক্ষার পর এটি অ্যান্ড্রয়েড ও পরবর্তীতে আইওএসে বিস্তৃতভাবে চালু হবে।হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারগুলো গ্রুপ যোগাযোগকে আরও সংগঠিত ও ব্যক্তিগত করার দিকে একটি বড় ধাপ। অ্যাপটি ব্যবহারকারীদের বড়, কোলাহলপূর্ণ গ্রুপ চ্যাটে স্বচ্ছতা এবং নিয়ন্ত্রণ দিতে আরও মনোযোগ দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102