শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

হোয়াইট হাউজে ইলন মাস্ককে নৈশভোজের আমন্ত্রণ করলেন ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নৈশভোজে টেসলার সিইও ও ট্রাম্পের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক অংশ নিতে পারেন বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সৌদি যুবরাজের। মার্কিন সংবাদমাধ্যম পাঞ্চবোল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পাঞ্চবোল নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্ট জানিয়েছে, ট্রাম্প হোয়াইট হাউসে ‘ইস্ট রুম’ নৈশভোজে বিখ্যাত গলফার টাইগার উডসও অংশ নিতে যাচ্ছেন। তবে ইলন মাস্ক ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করেছেন কি-না, তা এখনো জানা যায়নি।জ্বালানি তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের বহু দশকের সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে।২০১৮ সালে ইস্তান্বুলে সাংবাদিক এবং সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর এটাই যুবরাজ সালমানের প্রথম যুক্তরাষ্ট্র সফর।হোয়াইট হাউসের জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ট্রাম্প এবং এমবিএসের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই নৈশভোজ অনুষ্ঠিত হবে।সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফোরামে শেভরন, কোয়ালকম, সিসকো, জেনারেল ডায়নামিক্স এবং ফাইজারের সিইওরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।এর আগে, তবে গত জুনে ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় বিলকে কেন্দ্র করে দুজনের সম্পর্কে ফাটল ধরে। ডিওজিইর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান মাস্ক। ওই বিরোধের পর হোয়াইট হাউসে শীর্ষ প্রযুক্তি ও ব্যবসায়ী নেতাদের জন্য আয়োজিত নৈশভোজে যোগদানের জন্য ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন মাস্ক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102