শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ৩০ নেতাকর্মী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামীর ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে বোরহানউদ্দিন সরকারি হাইস্কুল মাঠে ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। তাদেরকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহীম।

এর আগে ওই সভাস্থলে উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী শহীদুল ইসলাম নাসিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, এখন জামায়াতের ৩০ নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেবেন ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহীম।যোগদানকৃতরা হলেন- ছাগলা ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আবুল ফয়েজ মো. আবদুল্যাহ, উপজেলা জামায়েতের যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন, হাফেজ মো. আলমগীর, হাফেজ মো. আব্দুল করিম, মো. নুরে আলম দালাল, মো. আব্দুল খালেক, মো. রাসেদ, মো. মাহে আলম, মো. কবির, মো. নুরে আলম মাঝি, মো. ইউসুফ হাওলাদার, মো. আকবর হোসেন, মো. নাছের, মো. হাসেম, হাজী আব্দুর রহিম, হানিফ হাওলাদার। বাকিদের নাম ও দলীয় পদবী পাওয়া যায়নি। তাদের সবার বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।বিএনপিতে যোগদান করা ৩০ জনকে জামায়াতের নেতাকর্মী দাবি করা হলেও তাদের অনেকেরই দলীয় পদ-পদবি উল্লেখ করা হয়নি।

ভোলা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহীম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।যোগদানকারীরা বলেন, ‘আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।’

তবে এ ঘটনা জানাজানির পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোরহানউদ্দিন উপজেলা আমীর মো. মাকসুদুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে যোগদানকারীরা ‘জামায়েতের জনশক্তি’ নয় বলে দাবি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102