শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

রাস্তায় গাড়ি কম, তবু ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

রাস্তায় যানবাহন কম থাকলেও বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সুইস বায়ু পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টায় ঢাকার গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড হয়েছে ২৫৫, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও দক্ষিণ এশিয়ার তিন শহর শীর্ষে ভারতের দিল্লি (৬২৭), পাকিস্তানের লাহোর (২৫৯) ও বাংলাদেশের ঢাকা (২৫৫)। তালিকার প্রথম পাঁচে রয়েছে আরও কুয়েত সিটি (২৫৭) ও কলকাতা (২৩০)।

 

ঢাকার বিভিন্ন এলাকায় বায়ুমানের অবস্থা আজিমপুরে ১৫৬, পল্টনে ১৫৫, নারায়ণগঞ্জে ১৫৪, মানিকগঞ্জে ১৫৮ ও কিশোরগঞ্জে ১৪৪।

বিশেষজ্ঞদের মতে, বাতাসের নিম্নমানের প্রধান কারণ পিএম ২.৫ কণা, যা শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে হৃদ্রোগ, হাঁপানি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়।

শীতকালে ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, ইটভাটা, শিল্পকারখানার নির্গমন এবং নির্মাণকাজের ধুলো মিলে দূষণের মাত্রা আরও বেড়ে যায়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, গৃহস্থালি ও বাইরের বায়ুদূষণের কারণে প্রতিবছর প্রায় ৬৭ লাখ মানুষ মারা যায়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবাইকে মাস্ক পরিধান, অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং ইটভাটা ও নির্মাণকাজে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102