শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার

মিনহাজ দিপু, কয়রা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
সুন্দরবনের শ্যামনগর ও কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সময় মামুন কয়াল নামের এক অস্ত্র কারবারি এবং মো. সোলায়মান (৫০) নামের এক ডাকাত সদস্যকে আটক করা হয়।
আটক সোলায়মান খুলনার কয়রা উপজেলার বাসিন্দা। তবে মামুনের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
তবে তিনি মানবপাচার এবং অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে কোস্টগার্ড।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১০ নভেম্বর) দিবাগত রাতে কৈখালীর ভেটখালী বাজারসংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্র কারবারিরা বনের ভেতর পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে একটি একনলা বন্দুকসহ মামুন কয়ালকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৈখালীর শ্যামনগর থানাধীন বয়াসিংসংলগ্ন একটি খালের পাশে পুঁতে রাখা একটি বিদেশি ৯ এমএম পিস্তল, একটি ওয়ান শুটার গান এবং আট রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া বিজিবির সহায়তায় তার বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। জব্দ করা অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
এদিকে, অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার মধ্যরাতে  সুন্দরবনের খাশিটানা খালসংলগ্ন মুরুলি খাল ও ছেড়াখাল এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বাহিনীর সদস্যরা কোস্ট গার্ডের বোট লক্ষ্য করে গুলিবর্ষণ করলে আত্মরক্ষায় কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। পরে ডাকাতদল রাতের অন্ধকারে বনের ভেতর পালিয়ে যায়।
ঘটনার সূত্র ধরে, খুলনার কয়রায় দুলাভাই বাহিনীর সহযোগী সোলায়মানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৪টায় ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় সেখান থেকে একটি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৪৪টি চকলেট বোমা, ৩০টি মোবাইল ফোন সেট, একটি বাইনোকুলার, একটি ওয়াকিটকি, চারটি দেশি অস্ত্র ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক ডাকাতসদস্য দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা দিয়ে আসছিলেন বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102