সাতক্ষীরার কালিগঞ্জে নদী রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটি, সাতক্ষীরা’-এর মতবিনিময় ও পরিদর্শন সভা। কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি ও আন্দোলন কর্মীরা এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, “আদি যমুনা শুধু একটি নদী নয়—এটি কালিগঞ্জের জনজীবন, কৃষি ও সংস্কৃতির অংশ। এর প্রবাহ পুনরুদ্ধার না হলে এলাকার পরিবেশ ও জীবিকা হুমকির মুখে পড়বে।”
আলোচনায় বক্তারা শ্যামনগর ও কালিগঞ্জের জলাবদ্ধতা নিরসন, কৃষি পুনরুজ্জীবন এবং সুন্দরবনের ভারসাম্য রক্ষায় নদী প্রবাহ স্বাভাবিক রাখার দাবি জানান। পাশাপাশি ভেটখালী সড়ক নির্মাণকালে শ্যামনগর মহাশ্মশান পশ্চিমে, টি এন টি অফিসের পাশে, মিঠা চণ্ডিপুরে এবং কালিগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সরোয়ারদী পার্ক এলাকা হয়ে নাজিমগঞ্জ পর্যন্ত পর্যাপ্ত প্রশস্ত ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন তারা।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজুর রহমান, সাংবাদিক আশেক ইলাহী, কল্যাণ ব্যানার্জি, মোমতাজ উদ্দিন বাপ্পী, নিত্যানন্দ সরকার, শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, এম. হাফিজুর রহমান শিমুল, অ্যাড. জাফর উল্লাহ ইব্রাহিম, আহম্মদ উল্লাহ বাচ্চু, ফজলুল হক ও শিমুল হোসেন প্রমুখ।
সভা শেষে নদী রক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।