শনিবার (৮ নভেম্বর) বিকালে তারাকান্দা উপজেলা সদরের উত্তর বাজারস্থ চৌধুরী রাইস মিলে থেকে বর্ণাঢ্য র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে।
মিছিলে নেতৃত্ব দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
বেলা বারার সাথে মিছিলে অংশ নিতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন দশ ইউনিয়নের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে রাজপথ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, তারাকান্দা উপজেলা বিএনপি সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবানসহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক সুজা উদ্দিন সুজাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারও নেতৃবৃন্দ।