এদিকে বিকাল ৩টার সময় বিএনপি’র মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিনের ধানের শীষের ভোটের প্রচারণা সভার আয়োজন করা হয় কালীগঞ্জ সরকারি কলেজ মাঠে। প্রচারণা সভার উদ্দেশ্যে আশাশুনি এবং কালীগঞ্জের বিভিন্ন স্থান থেকে সমর্থকরা আসতে থাকে। সভা শুরু হয় যথা সময়ে এবং বিকাল ৫ টা ১৫ মিনিটে শেষ হয় এই সভা।
সভায় কাজী আলাউদ্দিন সাহেব ধানের শীষের পক্ষে ভোট চান এবং সকলকে দল-মত নির্বিশেষে একযোগে কাজ করে ধানের শীষ কে জয়ী করানোর আহ্বান জানান।
পাশাপাশি দুটি কর্মসূচিকে কেন্দ্র করে সাধারণ মানুষের উৎকণ্ঠা ছিল চোখে পড়ার মতো। গাড়ি চলাচল ছিল সীমিত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
অপরদিকে কালিগঞ্জ- আশাশুনি থেকে মনোনয়ন প্রত্যাশী আর একজন প্রার্থী ইঞ্জিনিয়ার মুকুল হোসেন দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে কাজী আলাউদ্দিনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং নেতাকর্মীদের কাজী আলাউদ্দিনের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন।
তবে এ কথা বলা বাহুল্য যে চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে একটি দিন পার করেছে কালীগঞ্জ আশা শুনির সাধারণ জনগণ। আর যেন এ ধরনের কর্মসূচি না দেয়া হয় এবং সকলে মিলে ধানের শীষ যাতে জয়ী হয় তার জন্য ব্যবস্থা নিতে উভয়ের কাছে আহ্বান করেছেন সাধারণ ধানের শীষে ভক্তরা।