শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে আ’লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক

মোঃ ফরহাদ,মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয় পাশের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আওয়ামীলীগ নেতার ভাগ্নি জামাইকে আটক ও ককটেল তৈরীর শতাধিক কৌটা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান (৩৫)। তিনি সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম বেপারীর ছেলে। সাম্প্রতিক সময় তিনি প্রবাস কাতার থেকে দেশে এসেছেন।

রবিবার (০২ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের স্হানীয় নুরুল হক শেখদের বাড়ির উত্তর পাশের রাস্তায় পানি নিষ্কাশনের চৌবাচ্চা থেকে তাজা ককটেল উদ্ধার করা হয়। এদিকে, নুরুল হকদের পিছনের বাড়িটি মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক ককটেল তৈরী কৌটা উদ্ধার করে।

বৈখর এলাকার বাসিন্দা সবজি বিক্রেতা-মো. নুরুল হক শেখ বলেন, আজ দুপুরে ২ টার দিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশে পানি নিষ্কাশনের চৌবাচ্চা চেক করতে গেলে বালতি দেখতে পায়। বাসায় আমাদের জানালে, আমরা তাৎক্ষণিক পুলিশ ও স্হানীয় জানাই। পরে সেনাবাহিনী ও পুলিশ চৌবাচ্চা এবং পাশের বাড়িতে অভিযান করেন। আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাদশা সিকদার ঘটনাস্হ দেখে বলেন, সামনে দেশে নির্বাচন রয়েছে। দেশের অস্থিশীল করা জন্যই কি এগুলো তৈরি হচ্ছে। নাকি এখানে তৈরি করে- অন্য কোথাও সাপ্লাই করা হচ্ছে, তা অজানা। প্রশাসনসহ সবার কাছে এগুলো কেন তৈরি বা মজুদ করা হয়েছে তা, উদঘটনের দাবী জানাচ্ছি।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম জানান, দুপুর ২ টার দিকে বৈখরে এলাকায় অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক ৩ টি বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করতে সক্ষম হন।

তিনি আরও জানান, এছাড়া বসত ঘরের ভেতর তল্লাসি করে ককটেল তৈরীর শতাধিক কৌটা পাওয়া যায়। এ সময় আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর ভাগ্নি জামাই হাসানকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102