বাগেরহাটের রামপালে মৎস্যঘের দখল লুটপাট ও মারপিটের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার গৌরম্ভা ইউনিয়নের কাপাশডাঙায় এই মানববন্ধনের আয়োজন করেন স্থানীয়রা।
তারা জানান, ব্যাবসায়ী মেহেদী হাসান মিন্টু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বহির অভ্যন্তরে পিডিবির কাছ গত ইং ০১-১২-২০২৪ তারিখে ৯ লক্ষ টাকা পরিশোধ করে ৭৫ একরের ঘেরটি লিজ নেন। তিনি লিজ গ্রহণের পরে মাছ পোনা ছেড়ে প্রায় ৯ মাস ধরে ঘেরটি পরিচালনা করে আসছিলেন। গত ১৫ অক্টোবর দুপুর অনুমান সাড়ে ১২ টার সময় বর্ণি গ্রামের আসাদ শেখ, তার ছেলে আল ইমরান জনি, জুয়েলসহ কতিপয় লোকজন তার মৎস্যঘেরে চড়াও হয়। তারা তার ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নেয়। এতে তার প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়। এ ছাড়াও প্রতিপক্ষরা তাকে ১৭ অক্টোবর শুক্রবার দুপুরে কালিবাড়ির মোড়ে কাসেমের দোকানের সামনে আটক করে মারপিট করে এবং জীবনে শেষ করে ফেলার হুমকি দেয়। এতে বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ঘেরটি নির্ভিগ্নে চলতি মৌসুম ভোগদখল করতে পারে তার নিশ্চয়তা চেয়েছেন।
মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্যসহ বিভিন্ন পেশার প্রায় শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।