বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৯টার পর হতে বিএনপির উপজেলা দলীয় কার্যালয়ে স্থানীয় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় করেন জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদারসহ নেতৃবৃন্দ।
তার’ই ধারাবাহিকতায় তারাকান্দা টু ধোবাউড়া রাস্তার মেরামতের জন্য অর্থবরাদ্দ নিয়ে সাংবাদিকদের সাথে নিয়ে মতবিনিময় করেন জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। তিনি ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের আটাবর গ্রামের কৃতি সন্তান ”স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন (তারাকান্দা-ফুলপুর) উপজেলার অবকাঠামোগত উন্নয়নের জন্য যে অর্থবরাদ্দ করেছেন সে জন্য এবং বিশেষ ধন্যবাদ জানান তারাকান্দা উপজেলা প্রশাসক জনাব জাকির হোসেন ও ইঞ্জিনিয়ারিং বিভাগের লাভনী মেডামসহ ঐ সেকশনের সকল কর্মকর্তাদের যারা ঐ সব রাস্তার মেপে টেন্ডার প্রকাশে কাজ করছেন। মোঃ রেজাউল মাকছুদ জাহেদী ১৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসাবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেছিলেন।
মতবিনিময় সভায় জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার জানান, ১৪ কিলোমিটার রাস্তা তিন ভাগে সংস্কার হবে। প্রথম দাপে তারাকান্দা নতুন বাজার হতে ভূষাগঞ্জের কাছাকাছি অংশে শেষ হবে। তারপর আরও দুই দাপের কাজের জন্য আমি অনুরোধ রেখেছি বা জানিয়েছি যাতে অতি দ্রুত বাকী কাজগুলি হয়ে যায়।
তিনি জানান,দেশের উন্নয়নে আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান আপনাদের নিউজের কারণে ই আজ এই উন্নয়ন চলে এসেছে। এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আপনাদেরও ধন্যবাদ জানাই। সবাই দেশর হয়ে কাজ করবেন এটাই বিএনপির প্রত্যাশা।
এই অঞ্চলের লাখো জনগনের দীর্ঘদিনের প্রত্যাশীত রাস্তাটি সংস্কার হলে জনগণের যাতায়াতের বহুদিনের দুর্ভোগ থেকে রেহাই পাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা শাখা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম তালুকদার, সিনিয়র যুগ্ম- আহবায়ক আব্দুল মালেক আর্মি, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান আকন্দ (মোখলেছ), আরশাদুল হক মন্ডল, রাসেল মন্ডল, রাকিব তালুকদার প্রমুখ।