গতকাল বুধবার ১৫ই অক্টবার বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি টহল দল বেনাপোল বিওপির আওতাধীন স্থলবন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
আটককৃত ট্রাকচালক আব্দুল মন্ডল ভারতের উত্তর২৪ পরগনার বনগা থানার বনগা পূর্বপাড়ার বাসিন্দা মতিয়ার মন্ডলের ছেলে । তিনি দীর্ঘদিন ধরে ভারত থেকে বেনাপোল বন্দরে পণ্যবাহী ট্রাকে লুকিয়ে এনে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে পাচার করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিজিবি সূত্রে জানা, একই দিনে রঘুনাথপুর সিমান্ত বিওপির অধিনস্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোন্তাসিম (২৪) নামে আরও এক যুবককে আটক করা হয়েছে। আটক মোন্তাসিম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ১নং ঘিবা সিমান্ত গ্রামের আবু হামজার ছেলে।
এবং বেনাপোল আইসিপি ক্যাম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীও মদ, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে গাঁজা, মোবাইল ফোন, শাড়ি ও কসমেটিকস সামগ্রীসহ ও চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবির হিসেবে, জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬৪ লাখ ২৫০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত মাদক, চোরাচালানী পণ্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।