শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

বেনাপোল নিখোঁজ ছাত্রশিবির নেতার বিষয়ে সাক্ষ্য গ্রহণেগুম কমিশনের প্রতিনিধি দল

আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

যশোরের বেনাপোল পোর্ট থানা শাখার তৎকালীন ছাত্রশিবির সেক্রেটারি রেজওয়ান হোসাইন নিখোঁজের ঘটনায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে গুম কমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোলে সফর করেছেন।

গতকাল বুধবার (১৫ই অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে কমিশনের প্রতিনিধি দল বেনাপোল বাজার ভূমি অফিসের সামনে উপস্থিত হয়। এই সময়ে নিখোঁজ রেজওয়ান হোসাইনের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা কমিশনের কাছে সাক্ষ্য প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকার তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী পরিচালক সহ মোট তিনজন সদস্য।

সাক্ষী হিসেবে বক্তব্য দেন নিখোঁজ রেজওয়ানের পিতা মহিষাডাঙ্গা-বারপোতা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান, ভাই মোঃ রিপন হোসেন, বেনাপোল এলাকার পাটবাড়ী  বেনাপোল গ্রামের রেজাউল ইসলাম, কাগমারী গ্রামের আনোয়ারুল ইসলাম,বেপোল পাটবাড়ী এলাকার গোলাম মোর্তজা এবং নারায়নপুর গ্রামের শফি। সাক্ষীরা সকলেই যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ধীন এলাকর বাসিন্দা।

সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য,গত ২০১৬ইং সালের ৪ঠা আগস্ট বেনাপোল দুর্গাপুর রোডে ভূমি অফিসের সামনে থেকে কে বা কারা অসংখ্য লোক চলাচলের মধ্যে রেজওয়ান হোসাইন কে ধস্তাধস্তি করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনাটির পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু ওই সময়ে পরিবার থেকে অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি।

দীর্ঘ নয় বছর পর ২০২৪ সালের ৫ই আগস্ট পূর্ববর্তী সরকার পতনের পর রেজওয়ান হোসাইনের নিখোঁজের ঘটনায় মামলা হয়। সেই ঘটনার তদন্ত ও সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবেই গুম কমিশনের প্রতিনিধি দল গতকাল বুধবার বেনাপোলে এসে ভূমি অফিসের সামনে থেকে তথ্য সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102