সোমবার ( ১৩ অক্টোবর ) সন্ধ্যা পর হতে ৫নং ওয়ার্ডের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় স্থানীয় কালিনীকান্তা বাজার মাঠে।
তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক শফিকুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবউল্ল্যাহ রাকিবের সঞ্চালনায় পবিত্র কুরআন হতে তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সূচনা হয়।
সম্মেলনে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদের মর্যাদায় দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন তারেক জিয়া পরিষদের উপস্থিত সকল নেতৃবৃন্দ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন,ময়মনসিংহ মহানগরের সদস্য সচিব মুঞ্জুরুল হক কিরণ।
প্রধান অতিথি হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সরকার। তিনি জানান, এবারের ভোট হোক তারুণ্যের বিজয়ের। আমরা চেষ্টা করবো এই পরিষদের নীতি-আদর্শ ধরে রাখতে।
প্রধান বক্তা তারাকান্দা উপজেলা সদস্য সচিব আব্দুল মোতালেব জানান, আমাদের পরিষদ কোন ধরনের দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেয় না। আমরা সবাই একে অপরের বিপদে ঝাপিয়ে পরবো এটা এই পরিষদের আদর্শ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, ময়মনসিংহ মহানগরে যুগ্ম আহ্বায়ক আজিজুল হক, মোঃ লিটন তালুকদার, কাজল মিয়া, ৪নং গালাগাঁও ইউনিয়নের আহ্বায়ক জালাম মিয়া,
৫নং বালিখা ইউনিয়ন তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বকুল।
কর্মী সম্মেলনে মহানগরের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন তালুকদার বলেন, দল যাকেই চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনয়ন দিবে, আমি বা তকরো জিয়া পরিষদের বিএনপির কর্মী হিসাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের পরিষদ বদ্ধপরিকর এবং ঐক্যবদ্ধ থাকবে।
কর্মী সম্মেলনে ৪নং গালাগাঁও ইউনিয়নের সদস্য সচিব জামাল উদ্দিন জামাল জানান, আজ আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে যে সম্মান আপনার দিয়েছেন আমি যাতে আপনাদের সম্মান ধরে রাখতে পাড়ি।
কর্মী সম্মেলনের সভাপতি ও তারাকান্দা উপজেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক শফিকুল ইসলাম ফকির সমাপনির বক্তব্যে সকলকে মাল্য পেরিয়ে দেয়ার মধ্যে দিয়ে ও তোবারক বিতরণ এবং দোয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।