‘আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’ স্লোগানে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবসে একটি বণ্যাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়। র্যালি শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
তিনি বলেন, “সমাজে কন্যাশিশুদের প্রতি সব ধরনের ভেদাভেদ ও বৈষম্য দূর করা এবং তাদের সুরক্ষা, শিক্ষা ও অন্যান্য অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দিবসটি কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়ন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে।”
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সমিতির সভানেত্রী বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন নারী সংগঠনের প্রধান, সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।