শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশের জনগন গনতান্ত্রিক ভাবে নির্বাচন চাই : কৃষিবিদ শামীম

মোঃ মাসুম শেখ, (রামপাল, মোংলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
বাগেরহাট জেলার রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা বাজার,উজলকুড় ইউনিয়নের ফয়লা বাজার সহ বিভিন্ন জায়গায় শুক্রবার বিকেলে থেকে রাত পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে পথসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন-
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট-২(নতুন গেজেট)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, রামপাল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন বাবু,রামপাল উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আলম শেখ,সাধারণ সম্পাদক আলম মুন্সি, তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য লাভলু ফকির, উজলকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিলন আকুঞ্জি, রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল শেখ, বিএনপি নেতা লিমন শেখ,মিলন ডাকুয়া, মোঃ বখতিয়ার হোসেন সহ,বিএনপি’র অঙ্গ ও সহযোগী, সংগঠনের,নেতাকর্মীরা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক ও বাগেরহাট-২ (নতুন গেজেট)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ শামীমুর রহমান শামীম পথসভায় বলেন, বাংলাদেশে কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না। গণতান্ত্রিকভাবে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবে। আপনারা দেখতে পেয়েছেন পিআর পদ্ধতি নির্বাচিত সরকার কোনো দেশে স্থায়ী হয় নাই। নেপালের দিকে তাকালে আপনারা দেখতে পাবেন। এদেশের মানুষ গনতান্ত্রিক ভাবে নির্বাচন চাই।৫ই আগস্ট আওয়ামী লীগের মৃত্যু হয়েছে। এদেশের মাটিতে আওয়ামী লীগ আর কখনো ফিরে আসতে পারবে না। গণহত্যাকারী দল পৃথিবীতে কোথাও ফিরে আসতে পারে নাই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব প্রতি আমাদের বিশ্বাস গণতান্ত্রিকভাবে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্ত করবে এবং দেশের উন্নয়নে কাজ করবে।জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা প্রস্তাব করে। আজ যে রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে তার বেশির ভাগই ৩১ দফাতে আছে। তারেক রহমানের ঘোষিত কর্মসূচির মাধ্যমে দেশকে আমার মেরামত করতে চাই।তাই আপনাদেরকে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে বিএনপিকে নির্বাচিত করতে হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102