শুক্রবার বিকেলে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গাজী গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অন্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটানো হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ৩ জন গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধরা হলেন,মহিউদ্দিন মোল্লা(৩৫),সাকিব মোল্লা(৩০)ও আকাশ মোল্লা(২৫)। এছাড়াও আহত হয়েছেন সাব্বির মোল্লা(২২)। আহতদের দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, ৩জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। একজন কে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,‘‘ ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।” তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ১৪টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।