শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

মহানবি (সা.)-কে নিয়ে কটূক্তি করায় নারীকে পুড়িয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

মহানবি হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক নারীকে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। নাইজেরিয়ার নাইজার রাজ্যে এই ঘটনা ঘটেছে। আর এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ইউকে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ব্যক্তি অভিযুক্ত ওই নারীকে মজা করে বিয়ের প্রস্তাব দেন। তখন তিনি মহানবীকে নিয়ে কটূক্তি করেন। যা আশপাশের মানুষ শোনেন। ওই সময় সেখানে উত্তেজনা তৈরি হয়।

এরপর তার ওপর হামলা চালায় জনতা। এক পর্যায়ে শরীরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই এ ঘটনা ঘটে যায়। ওই নারী খাবার বিক্রি করতেন।

নাইজেরিয়ার এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত তিন বছরে অন্তত দুইজনকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করার করার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয়েছে।

২০২২ সালে দাবোরাহ স্যামুয়েল নামে এক খ্রিষ্টান শিক্ষার্থীকে মুসলিম শিক্ষার্থীকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে ইসলাম ধর্ম নিয়ে বিদ্রুপ করেন।

গত বছর উসমান বুডা নামে এক কসাইকে একই অপরাধে পাথর মেরে হত্যা করা হয়। ধর্ম নিয়ে কটূক্তি করা শরীয়াহ আইনে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102