মোঃনুরুজ্জামান মৃধা, বাউফল প্রতিনিধিঃ কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের প্রতিবাদে রবিবার সন্ধা ৬ টা৩০মিনিটে দিকে বাউফল উপজেলা আদাবাড়ীয়া ইউনিয়ন কাশিপুর বাজারে আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৬ ডিসেম্বর) আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনজুরুল আলম হাওলাদার নেতৃত্ব এ সভা অনুষ্ঠিত হয়,
এসময় উপস্থিত আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম হাওলাদার এবং বাউফল উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মৃধা, সাংবাদিক মোঃ নূরউদ্দিন ও ইউনিয়ন যুবলীগের নেতা আলঙ্গীর, যুবলীগ নেতা ডাঃজাহিদ, ৩নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ লিটন গাজী,মোঃ মজিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসভায় বক্তারা আলোচনা বলেন কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ১৯৭১ সালের রাজাকারদের হুশিয়ারি করে বলেন এ দেশে রাজাকারদের কোন ঠাই নাই। ৭১ এর ঘাতক দালাল এ দেশে থাকতে পারবে না। তাদের এই মুহূর্তে বঙ্গবন্ধুর এ দেশ ছাড়তে হবে।