মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃকুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের প্রতিবাদে রবিবার সকাল ১১টা৩০মিনিটে দিকে বাউফল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
রবিবার (৬ ডিসেম্বর) আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জনতা ভবন সামনে থেকে মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিয়াজ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রুবেল, সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বাউফল ছাত্রলীগের সভাপতি আল-আমিন (ত্বোহা)।
সমাবেশে বক্তারা বলেন কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য রাতের আধারে ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ১৯৭১ সালের রাজাকারদের হুশিয়ারি করে বলেন এ দেশে রাজাকারদের কোন ঠাই নাই। ৭১ এর ঘাতক দালাল এ দেশে থাকতে পারবে না। তাদের এই মুহূর্তে বঙ্গবন্ধুর এ দেশ ছাড়তে হবে।
বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা সংলগ্ন ইলিশ চত্বরে সামনে এসে সমাবেশ শেষ হয়।