তানজিলা আক্তার রুবি,নেত্রকোণা প্রতিনিধিঃ “মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে শত অনুষ্ঠান” এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান পালিত হয়। এ অনুষ্ঠানটি ০৫ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬ঃ৩০ সম্পূর্ণ অনুষ্ঠিত হয় জেলা প্রশাসন, নেত্রকোণার অফিসিয়াল পেইজ (District Administration, Netrokona) এ সরাসরি সম্প্রচার করা হয় । এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক জনাব কাজি মোঃ আবদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আশরাফ আলী খান খসরু, উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধান সমন্বয়ক, জনাব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
এছাড়াও নেত্রকোণা জেলার বিভিন্ন আসনের এমপি অসীম কুমার উকিল, বিশিষ্ট কবি নির্মলোন্দু গুণ ও যতীন সরকার সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দু প্রমূখ।
বক্তারা বলেন, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছর বেঁচে থাকবে বাঙ্গালীর মাঝে। তাঁর জীবন কাহিনী আজকের যুব সমাজের অন্যতম উদাহারণ হয়ে থাকবে।বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উপলক্ষে শুভ উদ্বোধনের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য সম্বলিত নানান কাহিনী তুলে ধরেন।