মোঃ রনি মিয়া জগন্নাথপুর সংবাদদাতাঃবৈশিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর সদর জামে মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ইউকে বাংলা টিভি ও পল্লীটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়ার উপস্থিতিতে শুক্রবার জুম্মার নামাজ শেষে মুসল্লিদের মধ্যে মাস্ক বিতরণ করেন, জগন্নাথপুর উপজেলা আল ইসলাহ’র সভাপতি ও সদর জামে মসজিদের ইমাম মাওলানা আজমল হোসাইন জামী, উপজেলা আওয়ামী- শ্রমিক লীগের আহবায়ক মো. নুরুল হক, উত্তর জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রহিম পীর, গুলবাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা তাজুল ইসলাম, জগন্নাথপুরের গাউছিয়া লাইব্রেরীর প্রোপ্রাইটর মাওলানা নুরুল ইসলাম খান শিহাব ও সংবাদকর্মী মো. রনি মিয়া, আশরাফুল রহমান রিয়াদ, প্রমূখ।
মাস্ক বিতরণকালে বক্তারা বলেন, বিশ্বের ন্যায় বাংলাদেশেও মহামারী করোনা ভাইরাসের কারনে মানুষ আজ আতংকিত। ভাইরাসের প্রাদূর্ভাব দিন দিন লক্ষ্য করা যাচ্ছে। এর থেকে পরিত্রান পেতে মহান আল্লাহর নৈকট্য লাভ ও সচেতনতার কোন বিকল্প নেই। বক্তারা সরকারের নির্দেশ ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এ সময় জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া বলেন, করোনা ভাইরাসের কারনে অকাল মৃত্যুর ঝুকি বাড়ছে। আমরা নিজেরাই যদি সচেতন হই তাহলে এই বৈশিক মহামারী রোধ সম্ভব। তিনি সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, সরকারের আদেশ ও স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে করোনা নামের এই ভাইরাসকে জয় করতে হবে।