মোঃ শফিকুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার (০১ ডিসেম্বর ) দুপুরে বাউফল ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের ‘স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির ৯ম ’ সভায় সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ.স.ম ফিরোজ(এমপি) চিকিৎসকদের নির্দেশ দিয়ে বলেন “আন্তরিকভাবে চিকিৎসা সেবা দিন”। কেউ যেনো চিকিৎসা সেবা নিতে এসে হয়রানির শিকার না হয়।
স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ আরো বলেন,‘ জনগণের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়, সেই জনগণই যদি সেবা না পেয়ে হয়রানি হয় সেটা মানা যাবে না। এসময় তিনি সরকার আপনাকে কি দিল সেটা বড় নয় আপনি জনগণকে কি সেবা দিতে পেরেছেন সেটা বড় কথা।
সভায় আরো বক্তব্য রাখেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন , ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা, সাবেক এপিএস আনিসুর রহমান, বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক বাউফল প্রেসক্লাবের সভাপতি ও জেলা পরিষদের সদস্য হারুন আর রশিদ প্রমূখ।
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এএসবিডি/আরএইচএস