নুরআলম নাহিদ চিলমারীঃ চিলমারীতে VPL ক্রিকেট লীগের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান হয়েছে ডাইনামাইস দল।
শুক্রবার বিকালে চিলমারী উপজেলার খরখরিয়া ভট্টপাড়া মাঠে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৮ ওভার খেলে উইকেট হারিয়ে ৬৩ রান করে ডাইমানাইস।
জবাবে ৬৪ রান করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৫৬ রানে গুটিয়ে যায় রয়েল চ্যালেন্জার।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিজয়ীদের মধ্যে তুলেদেন ফাইনাল খেলার প্রধান অতিথি প্রকৌশলী ফজলুল হক (প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বিএসসি কারিগরি স্কুল এন্ড কলেজ)
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জে এন্ড টি ল্যাভরেটরিজ ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রবিউল ইসলাম রবি,উক্ত ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল সরকার,মোঃ দুলু মিয়া, মোঃ মজিবর রহমান প্রমুখ।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন মোঃ আমিনুল ইসলাম,প্রধান উপদেষ্টা ভট্টপাড়া নবীন সংঘ।
এএসবিডি/আরএইচএস