প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
১২ আগস্ট ( মঙ্গলবার) সকাল ১০ টায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে তরুণ উদ্যোক্তা ও যুবক যুবতীদের নিয়ে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোদাগাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এছাড়াও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন এর সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ সরকার অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ রিতা পারভিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন বলেন, আমাদের আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করে নিজেকে স্বাবলম্বী করতে হবে। এজাবতকালে ১০ হাজার ৪ শ ২৩ জন যুব ও যুবতী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে এই অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। তবেই আমরা স্বাবলম্বী হতে পারবো।