শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ ও মালয়েশিয়া পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তিনটি নোট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের প্রথম দিনে মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়া সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং তিনটি নোট বিনিময় করেছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় প্রত্যক্ষ করেছেন।

উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে প্রথম বিনিময় স্বাক্ষরিত হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে বিনিময় নোট স্বাক্ষর করেন।

কূটনীতিকদের প্রশিক্ষণ সম্পর্কিত দ্বিতীয় বিনিময় নোটে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বাক্ষর করেন।

মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে প্রথম সমঝোতা স্মারকটি প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো’ সেরি মোহাম্মদ খালেদ বিন নরদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

মালয়েশিয়া সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিতীয় সমঝোতা স্মারকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য এবং তাদের অবকাঠামোতে সহযোগিতা সংক্রান্ত।

মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিজান এবং বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা এম ফৌজুল কবির খান সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন।

তৃতীয় বিনিময় স্মারকটি হালাল বাস্তুতন্ত্রের ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিভাগের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিনিময় স্মারকটিতে স্বাক্ষর করেন।

তৃতীয় সমঝোতা স্মারকটি মালয়েশিয়া ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের মধ্যে সহযোগিতার জন্য।

ইন্সটিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (আইএসআইএস)-এর মালয়েশিয়ার চেয়ারম্যান দাতুক অধ্যাপক ড. মোহাম্মদ ফয়েজ আবদুল্লাহ এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

চতুর্থ সমঝোতা স্মারকটি হল মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত।

মিমোস সার্ভিসেস এসডিএন বিএইচডি (এমএসএসবি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফৌজি ইয়াহায়া এবং বিএমসিসিআই শাব্বির আহমেদ খান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

পঞ্চম সমঝোতা স্মারকটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআইএম) এবং ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর মধ্যে স্বাক্ষরিত হয়েছে।

এনসিসিআইএম-এর সভাপতি দাতো’ সেরি এন. গোবালাকৃষ্ণান এবং এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102