শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রভাষক জাহাঙ্গীর আলম, তারাকান্দা উপজেলা (ময়মনসিংহ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
ময়মনসিংহের তারাকান্দায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন(৩৮)-কে নির্মমভাবে হত্যাকান্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড দানের ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ  করেছে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
১০ আগস্ট (রোববার) বাদ আসর  তারাকান্দা থানার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তারাকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক আর্মির সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের  সহ-সভাপতি দৈনিক ইনকিলাবের তারাকান্দা উপজেলা সংবাদদাতা মোঃ ফজলে এলাহি ঢালী, সিনিয়র সাংবাদিক দৈনিক  মানবজমিনের তারাকান্দা প্রতিনিধি মোহাম্মদ রফিক বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সকালের তারাকান্দা উপজেলা প্রতিনিধি  জাহাঙ্গীর আলম মাস্টার ,দৈনিক কালবেলার তারাকান্দা উপজেলা প্রতিনিধি শরিফুল আলম রাসেলসহ তারাকান্দায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই হত্যা কান্ডে সারা বাংলাদেশের মানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, সাংবাদিক মহলের শিরা-উপশিরায় হুংকার দিয়ে হৃদয়ে স্পন্দন কেঁপে  উঠেছে, সাংবাদিক সমাজের কলিজায় আগুন ধরে গিয়েছে, সারাদেশের সাংবাদিক মহল-ই শুধু না প্রতিটি সাংবাদিকের হৃদয়ের কাঁন্না হাহাকার করে চিৎকার দিয়ে গর্জন দিয়ে, হুংকার দিয়ে বিচারের দাবি জানাচ্ছে।  আইনের শাসনের উর্ধ্বে উঠে একদল দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের দমনপীড়ন নীতির অংশ হিসেবে সাংবাদিকদের হত্যায় মেতে উঠেছে। তেমনি একটি হত্যাকাণ্ড সাম্প্রতিক সময়ে সংঘটিত হয়েছে। যাতে আমাদের সহকর্মী দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিক সুরক্ষা আইনের জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই।
তারা জানান আর কোন সংবাদিককে যেনো এই ভাবে হত্যার শিকার হতে না হয় সে ক্ষেত্রে সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়ে। দেশের সরকারকে এই ব্যপারে আরও বেশি বেশি  সচেতন হতে হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102