শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

ছাত্রদল নেতার ‘পরকীয়া’ নিয়ে পোস্ট দেওয়ার এক ঘন্টা পরই খুন হন রনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ছাত্রদল নেতা শেখ রাজুকে নিয়ে  শনিবার রাত ১১ টার দিকে একটি পোস্ট দেন রনি হোসাইন। পোস্টে রাজুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনেন তিনি। পোস্টের সাথে রাজু ও এক নারীর অন্তরঙ্গ ছবিও জুড়ে দেন রনি। এর ঘন্টাখানেক পরই ছুরিকাঘাতে খুন রনি।

শনিবার রাত ১২টার দিকে সিলেটের গোলাপগঞ্জ পৌর শহরের কদম তলা এলাকায় রনিকে হত্যা করা হয়। এরপর থেকেই রাজু পলাতক রয়েছেন।

অভিযুক্ত শেখ রাজু গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। আর রনি যুবদলের কর্মী বলে জানা গেছে। তারা দুজনই বন্ধু ছিলেন। নিহত রনি উপজেলার আমুড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

ফেসবুকে কি লিখেছিলেন রনি

শনিবার রাতে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে “এই কু.লাঙ্গার দুইটা বাচ্চা রেখে অন্য আরেকজনের বিবাহিত বউ নিয়ে হোটেলে হোটেলে ঘুরতেছে আর পরকীয়া করতেছে। এর প্রতিবাদ করেছিলাম এইজন্য ফেক আইডি চালু করে আমার নামে মিথ্যা বানোয়াট কথা আমার নামে পরিচালনা করতেছে এখন সে”।

এই পোস্টে তিনি শেখ রাজুর সাথে একজন নারীর ছবি জুড়ে দেন তিনি। এর আগেও একই বিষয়ে রাজুকে নিয়ে একাধিক পোস্ট দেন রনি। এরই জের ধরে হ‍ত‍্যাকাণ্ডটি হতে পারে ধারণা পুলিশের।

তবে অভিযুক্তকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা জানান, ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102