টুর্নামেন্ট এর আয়োজক শেখ মনজুরুল হক রাহাদ তার বক্তব্যে বলেন,,মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই আনে না, এটি মানুষকে শৃঙ্খলা, দলগত কাজ ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
প্রধান অতিথি বক্তব্যে সময় পুলিশ সুপার জনাব মো: তৌহিদুল আরিফ বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বাগেরহাট জেলা পুলিশ সবসময় তরুণ প্রজন্মকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে মর্মে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় জনাব মাওলানা এ্যাড আব্দুল ওয়াদুদ, নায়েব আমির-বাগেরহাট জেলা,,জনাব এস.এম. মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর উপজেলা, জনাব মাহমুদ উল হাসান, অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর সহ উপস্থিত ছিলেন হাজারও ফুটবল প্রেমি জনসাধারণ।