শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

বাগেরহাটে  জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাকি বিল্লাহ শেখ,শরণখোলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
শেখ মঞ্জুরুল হক রাহাদ এর আয়োজনে,বাগেরহাট সদর উপজেলা পচাদিঘি পাড়ে,জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে, জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।
শহীদদের ত্যাগ ও আদর্শ স্মরণ এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ তৌহিদুল আরিফ-পুলিশ সুপার,বাগেরহাট জেলা।
টুর্নামেন্ট এর আয়োজক শেখ মনজুরুল হক রাহাদ তার বক্তব্যে বলেন,,মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই আনে না, এটি মানুষকে শৃঙ্খলা, দলগত কাজ ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

প্রধান অতিথি বক্তব্যে সময় পুলিশ সুপার জনাব মো: তৌহিদুল আরিফ  বলেন, খেলাধুলা শুধু শরীর ও মনকে সুস্থ রাখে না, বরং শৃঙ্খলা, দলগত চেতনা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। বাগেরহাট জেলা পুলিশ সবসময় তরুণ প্রজন্মকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে মর্মে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন। এ সময় জনাব মাওলানা এ্যাড আব্দুল ওয়াদুদ, নায়েব আমির-বাগেরহাট জেলা,,জনাব এস.এম. মুস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর উপজেলা, জনাব মাহমুদ উল হাসান, অফিসার ইনচার্জ, বাগেরহাট সদর সহ উপস্থিত ছিলেন হাজারও ফুটবল প্রেমি জনসাধারণ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102