শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

চ্যাটজিপিটিতে এল উন্নত এআই মডেল জিপিটি-৫

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে যুক্ত হলো নতুন ফাউন্ডেশনাল এআই মডেল জিপিটি-৫। গতকাল বৃহস্পতিবার একটি ভিডিও লাইভস্ট্রিম ইভেন্টে ওপেনএআই তাঁদের এযাবতকালের সবচেয়ে বুদ্ধিমান ও দ্রুতগতির মডেল জিপিটি-৫ নিয়ে হাজির হয়েছে। উন্নত এই মডেলটি চ্যাটজিপিটির সকল ব্যবহারকারী বর্তমানে বিনামূল্যে ব্যবহার করতে পারছেন।

গতকালই লাইভস্ট্রিম ইভেন্টে জিপিটি-৫ মডেলটির সার্বিক সক্ষমতা প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন ওপেনএআই’র সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। তাঁদের পূর্ববর্তী মডেল জিপিটি-৩ ও জিপিটি-৪ এর সাথে তুলনা করে জিপিটি-৫ মডেলটিকে তিনি ‘পিএইচডি স্তরের বিশেষজ্ঞ’ হিসেবে অভিহিত করেছেন।

অল্টম্যান বলেন, ‘আমার কাছে জিপিটি-৩ ছিল অনেকটা হাই স্কুলের শিক্ষার্থীর সাথে কথা বলার মতো…জিপিটি-৪ মডেলটিকে মনে হয়েছিল আপনি যেন একজন কলেজ শিক্ষার্থীর সাথে কথা বলছেন…সেখানে জিপিটি-৫ ব্যবহার করে প্রথমবারের মতো কোনো বিষয়ের বিশেষজ্ঞের সাথে কথা বলার অনুভূতি হয়েছে।’

দক্ষতার দিক থেকে জিপিটি-৫ মডেলটি একাধারে কোডিং, গণিত, বিজ্ঞান, লেখালেখি ও স্বাস্থ্যসেবার মতো বিষয়ে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে বলে দাবি ওপেনএআই’র। এক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ বিষয় এই যে, ওপেনএআই বলছে নতুন এই লার্জ ল্যাংগুয়েজ মডেলটি (এলএলএম) ৩৩ শতাংশ কম হ্যালুসিনেট করে। অর্থাৎ, জিপিটি-৫ মডেলটি’তে বিভ্রান্তি তৈরির হার আগের মডেলের তুলনায় ৩৩ শতাংশ কম।

তথ্যসূত্র: ওপেনএআই, ম্যাশেবল

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102